যশোরের মণিরামপুরে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করেছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২০ মে) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বপন ভট্টাচার্য্য।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মণিরামপুর মোঃ আলী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















