পটুয়াখালীর কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে বার্মিজ অজগর সাপ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের পরিত্যক্ত ঘর থেকে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) রাত এগারোটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পূর্ব মধুখালী গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যরে এই সাপটি উদ্ধার করে এনিমেল লাভারস কলাপাড়া শাখার সদস্যরা।
পরে মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে আমরা সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগীতায় বনে অবমুক্ত করি। তবে এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন