কুড়িগ্রামে মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।
(২৭ জুলাই) বৃহস্পতিবার ভোর বেলা কুড়িগ্রাম শহীদ জিয়া বাজার (পুরাতন পশু হাসপাতাল মোড়ে) ঢাকা ছেড়ে ভূরুঙ্গামারীগামী অজ্ঞাত একটি মাক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ওই নারী। অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স (৪০)।
পরে সকাল ৬টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা ওই নারীর মরদেহ দেখে কুড়িগ্রাম থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শহীদ জিয়া বাজারের মাংস ব্যবসায়ী ইমন আলী বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী প্রায় ১৫ দিন থেকে রাস্তার পাশে ঘুমায়। অনেক সময় রাস্তার মাঝে বসে থাকতো। নিজের নাম ঠিকানা কোন কিছুই বলতে পারতেন না তিনি। ট্রাক লেবারদের কাছে শুনেছি ভোর বেলা একটি বেপরোয়া মাইক্রোবাস চাপা দিলে ওই নারী ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই নারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। ঘাতক মাইক্রোবাস চিহ্নিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন