ময়মনসিংহে নাশকতায় জড়িত থাকায় জামাতের ১৯ জন গ্রেফতার
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজার মোড়ে২৮ শে জুলাই বিকালে কৃষি ব্যাংকের সামনে সরকারী পাকা রাস্তার উপর, একদল জনতা বে-আইনী দাঙ্গা সৃষ্টি করত সরকার বিরোধী শ্লোগান দিয়া রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এছাড়াও যানবাহন ভাংচুর করে নাশকতা মূলক কর্মকান্ড ও আত্মঘাতি মুলক কাজ করতে ছিল। উক্ত সময়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় জামাতের নেতা কর্মিরা।
এ ঘটনায় গত-২৯/০৭/২০২৩ ইং তারিখ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়।যার কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০০, তারিখ-২৯/০৭/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড)
এর প্রেক্ষিতে গত-৩১জুলাই রাতে অত্র ময়মনসিংহ জেলার বিভিন্ন থানাধীন অভিযান পরিচালনা করিয়া অত্র ঘটনার সহিত জড়িত থাকা নিম্নে বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
১। মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ (৪৫)- সাধারণ সম্পাদক, জামাতে ইসলাম মুক্তাগাছা শাখা।২। ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬)- অর্থ বিষয়ক সম্পাদক, জামাতে ইসলাম মুক্তাগাছা শাখা।৩। হাবিবুল হক শরীফ (৪০)-প্রচার সম্পাদক, জামাতে ইসলাম মুক্তাগাছা শাখা।৪। মোঃ মামুনুর রশিদ (৪৫)-সদস্য, জামাতে ইসলাম মুক্তাগাছা শাখা।
৫। মাওলানা আবু নাছের সিদ্দিকী (৫২)- সদস্য, জামাতে ইসলাম কোতোয়ালী থানা শাখা।
৬। মোঃ আনোয়ার হোসেন (৫০)- সদস্য, জামাতে ইসলাম কোতোয়ালী থানা শাখা।
৭। মাওলানা মোঃ মফিজুল ইসলাম (৫৫)-সভাপতি, জামাতে ইসলাম , কোতোয়ালী থানা শাখা।
৮। আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন (৫৫)- সদস্য, জামাতে ইসলাম গৌরিপুর থানা শাখা।৯। মোঃ আব্দুল কাদের (৫০)-সুরা সদস্য, জামাতে ইসলাম ফুলপুর থানা শাখা।
১০। মোঃ জয়নাল আবেদীন (৫১)-সাধারণ সম্পাদক, জামাতে ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখা।১১। মোঃ ফজলুল হক ওরফে মাহবুব (৩৬)-সদস্য, জামাতে ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখা।১২। মোঃ আমিনুল হক খান (৬৫)-সেক্রেটারী ইউপি শাখা, জামাতে ইসলাম ঈশ্বরগঞ্জ থানা।
১৩। মাওলানা মতিউর রহমান (৫৩)-সদস্য, জামাতে ইসলাম তারাকান্দা থানা শাখা।
১৪। মাওলানা নুরুল ইসলাম (৪০)-সহ সভাপতি, জামাতে ইসলাম তারাকান্দা থানা শাখা।
১৫। মোঃ আঃ মতিন (৩৫)-সদস্য, জামাতে ইসলাম ফুলবাড়ীয়া থানা শাখা।১৬। ইয়াকুব আলী হুজুর (৪৩), সদস্য, জামাতে ইসলাম ফুলবাড়ীয়া থানা শাখা।
১৭। মাহমুদুল হাসান (৩০)- রুকন সদস্য, জামাতে ইসলাম পাগলা থানা শাখা।
১৮। মাওলানা মোবারক হোসাইন (১৯)-সদস্য, জামাতে ইসলাম ভালুকা থানা শাখা।১৯। মোঃ সাইফুল ইসলাম (৪০)-সদস্য, জামাতে ইসলাম ধৌবাউড়া থানা শাখা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন