পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাসপাতালে আত্মীয়কে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেবনগড় ইউনিয়নের বাসামোড় এলাকার জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৪৫) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নুর ইসলাম ও তার স্ত্রী জোসনা বেগম অসুস্থ এক আত্মীয়কে দেখতে মোটরসাইকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে তেঁতুলিয়া-প গড় জাতীয় মহাসড়কে উঠতেই তেঁতুলিয়া থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে প গড় আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাঁরা। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যানটি আটক করে ভজনপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ও দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্ল্যা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন