সুনামগঞ্জের জামালগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, মহিলা অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারী পরিচালক মো: রেজাউল করিম, জামালগঞ্জ থানার নবাগত ওসি দিলীপ কুমার দাস, মেডিকেল অফিসার ডা. শরিয়ত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক নবী হোসেন, যুগ্ন আহবায়ক কাজী অফিসারআশরাফুজ্জামান, যুব উন্নয়ন অফিসার আব্দুল জলিল আহমেদ মিলন, জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইন শৃঙ্খলা কমিটির প্রধান প্রধান বিষয় নিয়ে আলোচনা করেন মারামারি, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে রাস্তা, ঘাট, ফেরী চলাচল নিয়ে আলোচনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন