পীরগঞ্জে গণিত ও জীববিজ্ঞান উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তৃতীয় বারের মতো গণিত ও জীববিজ্ঞান উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠন ও পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গুয়াগাঁও আল-হাসনাহ স্কুলের ২য় ক্যাম্পাসে আল-হাসনা সাইন্স ক্লাব আয়োজন এই সভা হয়।
আল-হাসনাহ স্কুলের পরিচালক ইত্তাশাম উল হক মিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক,পীরগঞ্জ রানীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক সবুর আলম,বণিক সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারছুচা সরকার, আল-হাসনাহ স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম,পীরগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাউসার আলী ও অত্র বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হক রিপন ও বেলাল হোসাইন সহ আরো অনেকে।
এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষকগন উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ অক্টোবর ২৩, অনুষ্ঠিত্ব গণিত ও জীব বিজ্ঞান উৎসব নর্দান বিভাগের প্রায় ১ হাজার ৫ শত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উৎসবে অংশগ্রহণ করার প্রস্ততি গ্রহন করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন