নেত্রকোনার দুর্গাপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত

নেত্রকোনার দুর্গাপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পূঁজা উদযাপন পরিষদ ও দশভূজাবাড়ী মন্দির কমিটির আয়োজনে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পঁূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় উপজেলা পঁূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা’র সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুৃমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ¦

মাওলানা আব্দুস ছালাম, দশভূজা বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, অফিসার ইন—চার্জ(ওসি) উত্তম চন্দ্র দেব, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, কালীবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক বিপ্লব রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা গোবিন্দ দেবনাথ, সুবল দে, প্রদীপ দাস, মিন্টু সাহা, গৌতম দাশ, তুষার সাহা, দিলীপ ঘোষ, রাজেশ গৌড়, ইসকন নেতা হরিচন্দন সাধু প্রমুখ।
বক্তারা শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে ধর্মীয় স¤প্রীতি বজায় রেখে দেশ ও মানুষের শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।