ইবিতে মাগুরা জেলাকল্যাণ সমিতির নেতৃত্বে নাহিদ, মেজবাহ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিদ পারভেজ মুন্না সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাহুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সংগঠনটির উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম বলেন, মাগুরা জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়। বর্তমানে প্রায় পাঁচশ এর অধিক শিক্ষার্থী এখানে লেখাপড়া করছেন। এই কমিটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাগুরা জেলার সকল শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা ও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাবে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি মাগুরা থেকে আগত ইবিতে পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। নাটোর জেলা থেকে আসা ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করে থাকে সংগঠনটি। সংগঠনটি ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন