লালমনিরহাটের পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।।

লালমনিরহাটের পাটগ্রামের জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।ওই ঘটনায় আহত আমিনুর ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ অক্টবার ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাতিজা রফিকুল ইসলাম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আমিনুর ইসলাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর (দুর্গারবাড়ী) মৃত আব্দুল আলী ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে,পাটগ্রাম উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২‌ সেপ্টেম্বর সোমবার সকালে আমিনুর ইসলাম ও রমজান আলীর মধ্যে বাগিবতণ্ডা হয়। এর পরপরই রমজান আলী, লোকজন লাঠি নিয়ে আমিনুর ইসলাম ওপর হামলা চালায়। এসময় আমিনুর ইসলাম মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পরে গুরুতর আহত আমিনুর ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

সেখানে এক দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষে মারামারির পর থানায় উভয়ে মামলা দিয়েছে। অপর পক্ষের একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।