ময়মনসিংহের গৌরীপুরে বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে এ মত বিনিময় ও তথ্য অধিকার আইন বাস্তবায়নে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে, সোনার মানুষের প্রয়োজন। এ সময় এ উপজেলার রাস্তাঘাটের উন্নয়নসহ গৌরীপুর জংশনের উন্নয়নে যথাযথ উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ আল ফারুক, মোঃ জায়েদুর ইসলাম, আব্দুল্লাহ আল আমীন জনি, আল মুক্তাদির শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আফরোজা আফসানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সালমা আক্তার রুবি, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সাব-রেজিষ্ট্রার হেলেনা পারভীন প্রমুখ।
পরে উপজেলা ভূমি অফিস, বঙ্গবন্ধু চত্বর ও গৌরীপুর প্রেসক্লাব পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন