রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৩
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পলাশ ব্যানার্জি (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার এস এ এগ্রো ফিডস লিঃ এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ ব্যানার্জি (৩৫)মাদারীপুরের বাসিন্দা পরিতোষ ব্যানার্জির ছেলে। তিনি ধাপেরহাট (পলাশবাড়ী) গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই অ্যাম্বুলেন্স এর রোগী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশবাড়ী থেকে রোগীসহ একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাচ্ছিল। পথিমধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীরহাট এস এ এগ্রো ফিডস লিঃ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী নিহত হন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এদিকে ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।
এ বিষয়ে বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, আমরা লাশটি উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।তবে আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন