গাইবান্ধায় বসতবাড়িতে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের হিন্দুপাড়ায় ধূপ থেকে বুধবার রাতে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে আগুন লেগে গরুসহ চারটি ঘর পুড়ে গেছে। এতে ওই এলাকার নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্র নামে দুই ভাইয়ের বসতভিটা, আসবাবপত্র, গরু, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতে নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্রের বাড়ির পূজার ঘরে ধূপ জ্বালায় পরিবারের লোকজন। কিছুক্ষণ পর ধূপের আগুন থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। আগুন মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাশের গোয়ালে থাকা একটি গরু ও চারটি বসতঘর আগুনে পুড়ে যায়। এছাড়াও ব্যবসার নগদ এক লাখ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালও পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. নাসিম রেজা মিলু বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন