বগুড়ার শিবগঞ্জে বিধবার ফসলের সাথে এ কেমন শত্রুতা
বগুড়ার শিবগঞ্জে বিধবার জমির ফুলকপির চারা উপরে ফেলার ঘটনায় ঘটেছে। এমন শত্রুতায় এলাকাবাসী হতাশ।
এঘটনায় বিধবা নারী হাজেরা বিবি বুধবার ৯ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিহার ইউনিয়নের পারলক্ষপুর হাটপাড়া গ্রামের মৃত: মালেক উদ্দিনের স্ত্রী হাজেরা বিবি প্রায় ৩০ বছর পূর্বে জমিনা বেগমের নিকট থেকে ভাসুবিহার মৌজায় ২৫৭১, ২৫৭৩ ও ২৫৭৪নং দাগে ১৫শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন।
সম্প্রতি ওই জমিতে ফুলকপি চারা রোপন করেন ঐ বিধবা। কিন্তু প্রতিপক্ষ তেঘরী সুলতানপুর (কানুপুর) গ্রামের মৃত: খোদাবক্স এর ছেলে শামসুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির উদ্দিনসহ ৯জনের একটি সংবদ্ধ দল গত মঙ্গলবার দিবাগত রাতে ফুলকপির চারা উপরে ফেলে ১৫ হাজার টাকা ক্ষতি করে।
ওই বিধবার ছেলে হারেজ আলী বলেন, জমির কাগজপত্রাদি দেখালে প্রতিপক্ষরা না মেনে অন্যায় ভাবে আমাদের জমি বেদখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি প্রতিপক্ষরা জমির সঠিক কাগজপত্রাদি দেখাতে পারেন তাহলে আমরা তাদেরকে জমি ছেড়ে দিবো। গ্রাম্য শাসিল বসলেও তারা জমির কোন কাগজপত্রাদি দেখাতে পারেনি। তারা শুধু ফসলের ক্ষতি করছে ও আমাদেরকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে।
এ বিষয়ে প্রতিপক্ষ শামসুল ইসলামদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন