সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিলা শ্রমিক হাসিনা বেওয়া

৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক হাসিনা বেওয়া (৫৫) প্রকল্পের উদ্বোধনী কাজে যোগ দিতে পারলেন না। ভ্যানে চড়ে কাজে যোগদান করতে  যাওয়ার পথে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সিটকে পড়ে  ঘটনাস্থলেই তিনি মারা যান।

এঘটনায় ভ্যানচালকসহ দুই জন আহত হয়েছেন। তাঁদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বদলগাছী – আক্কেলপুর সড়কের বদলগাছী উপজেলা কোলা ইউনিয়নের কেশাইল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত  হাসিনা বেওয়া  বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া তিনি গ্রামের মৃত. বাদেশ আলীর স্ত্রী। আহতরা দুই জন হলেন ভ্যানচালক আলাউদ্দিন (৫০) ও প্রকল্পের আরেক জন শ্রমিক  ফরিদা বেগম (৩৫)।

  ওই ভ্যানের যাত্রী ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক সানোয়ার হোসেন বলেন, আজ শনিবার কোলা ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হবে। শ্রমিকদের সকাল ১০টার মধ্যে   কোলা ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমরা ঝাড়ঘরিয়া গ্রামের ৭ জন শ্রমিক সকাল ৯টার দিকে ভ্যানে চড়ে কোলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
আমাদের বহনকারী ভ্যানটি কেশাইল গ্রামে পৌঁছালে পিছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে হাসিনা বেওয়া সিটকে সড়কের ওপর পড়ে যায়। এবং ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় ভ্যানচালক আলাউদ্দিন ও ফরিদা বেগম আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান।
 কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, ১১ নভেম্বর কোলা ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধন করা হবে। ইউনিয়নের ৯ টি ওর্য়াডের শ্রমিকদের ইউনিয়ন পরিষদে ডেকে তাঁদের প্রকল্পের সাইড বুঝিয়ে দেওয়া হবে। ইউনিয়ন পরিষদে আসার পথে ঝাড়ঘরিয়া গ্রামের প্রকল্পের শ্রমিক হাসিনা বেওয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
 বদলগাছী থানার উপপরির্দশক  (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক আব্দুল মোমিনকে আটক করা হয়ছে। নিহত হাসিনা বেওয়ার  লাশ থানায় নিয়ে আশা হয়েছে।