নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রানা শেখ (২৭) ও হাসান মোল্যা (১৯) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা।

এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হলো মোঃ রানা শেখ (২৭) লোহাগড়া থানাধীন কোটাকোল গ্রামের মোঃ আবদুল শেখের ছেলে এবং হাসান মোল্যা (১৯) একই গ্রামের মোঃ মাহবুব মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে লোহাগড়া থানাধীন কোটাকোল গ্রামস্থ মোঃ রানা শেখ এর বসতঘরের পশ্চিম পাশের বাগানের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন এস আই (নিঃ) ফারুক হোসেন ও এএস আই (নিঃ) তরুণ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রানা শেখ (২৭) ও হাসান মোল্যা (১৯)কে গ্রেফতার করে। এ সময় আসামী মোঃ রানা শেখ (২৭) নিকট হতে ৭০০ গ্রাম ও হাসান মোল্যা(১৯) এর নিকট থেকে ৩০০ গ্রাম মোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক জনকে গ্রেফতার। (২১ নভেম্বর) দিবাগত রাতে এনআই অ্যাক্টের মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৬৬,৩০৩ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ রুমান শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি মোঃ রুমান শেখ নড়াইল জেলার সদর থানার বাগডাঁঙ্গা গ্রামের ওসমান শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।