বাগেরহাটের শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ফার্মেসীকে জরিমানা
বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট জাহিদুল ইসলাম শামিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ওষুধ ব্যবসায়িকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন। ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে হাসপাতাল সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তার কায্যর্ালয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টে্রট জাহিদুল ইসলাম শামিম উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে নোমান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা এবং তুবা ফার্মেসিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির দ্বায়ে ৫ শত টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম বলেন, ড্রাগ এ্যাক্ট ১৯৪০ ধারায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখার দ্বায়ে তাদের জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ না করে সেজন্য সতর্ক করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন