পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের খমার থেকে ১১ লাখ টাকার গরু চুরি, নি:স্ব খামারী

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের গরুর খামার থেকে ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে। ফলে আয় রোজগারে শেষ সম্বলটুকু হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন খামারী নুর ইসলাম (৬০)। বুধবার ভোরারাতে উপজেলার পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া এসব গরুর মূল্য প্রায় ১১ লাখ টাকা। তবে এ চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার খামারীরা।

ভুক্তভোগী খামারী নুর ইসলাম জানান, তার খামার ৫ টি ফ্রিজিয়ান জাতের অষ্ট্রেলিয়ান ও ৫ টি দেশী গরু ছিলো। গতকাল গভীর রাতেও তিনি তার ঘর থেকে বের হয়ে খামারে গরু দেখে ঘুমিয়ে পড়েন। তবে সকালে ঘুম থেকে উঠে খামারের দরজা ভাঙ্গা এবং ১ টি বাছুর ছাড়া বাকি গরুগুলো না দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।তিনি বলেন. এই খামার থেকে উৎপাদিত দুধ বিক্রি করে তার সংসারের জীবকিা নির্বাহ হতো। এখন তিনি সব হারিয়ে পাগল প্রায়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।