পিরোজপুরের মঠবাড়িয়ায় কলার ছড়ির পথসভায় জনতার ঢল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর – ৩ আসনের কলার ছড়ি প্রতীকের পথসভায় নামে জনতার ঢল।সমাবেশ শুরু হওয়ার ৩ ঘন্টা পূর্বেই হাজার হাজার নারী পুরুষে কানায কানায় ভরে যায় কেএম লতীফের বিশাল মাঠ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় খাস মহল (কেএম) লতীফ ইন্সটিটিউশনের মাঠে (শহীদ মোস্তফা খেলার মাঠ) কলার ছড়ি প্রতীকের আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারমিন জাহানের পক্ষে মোশারেফ হোসেন শরীফ, বেতমোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন, সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়া, মিরুখালী ইউনিয়নের পক্ষে শাহিন শরীফ,দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, ফিনল্যান্ড প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কেএম লতীফ ইন্সটিটিউশনের প্রয়াত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি’র পুত্র মাঈনুল ইসলাম, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি চঞ্চল কর্মকার, আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস ইব্রাহীম,হারুন অর রশীদ খান, মিজানুর রহমান মিলন, আলাউদ্দিন আল আজাদ, মশিউর রহমান মর্তুজা প্রমুখ।
আশরাফুর রহমান বলেন, কলার ছড়ি প্রতীক নির্বাচিত হলে মঠবাড়িয়ায় একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে,বিসিক শিল্প এলাকা গড়ে তোলা হবে,জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করা হবে,মঠবাড়িয়া পৌরবাসীর বিনোদনের জন্য একটি পৌর পার্ক নির্মাণ করা হবে।
এছাড়াও তিনি বলেন,কলার ছড়ি প্রতীকের প্রার্থী শামীম শাহনেওয়াজ আমার আপন বড় ভাই। ২০১৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আমার আপন ভাই রিয়াজ উদ্দিন আহমেদকে ভোট দিয়ে আপনারা আমার কথা রেখেছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আমি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আপনারা কলার ছড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আশরাফুর রহমান আপনাদের খাদেম হয়ে থাকবো, আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।মঠবাড়িয়াকে স্মার্ট ও নিরাপদ মঠবাড়িয়া হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন