ময়মনসিংহ জেলায় জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে ১১-টি সংসদীয় আসনে যারা নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ- (০১) হালুয়াঘাট আসনে মাহমুদুল হক সায়েম সতন্ত্র (ট্রাক)।ময়মনসিংহ-(০২) ফুলপুর-তারাকান্দা আসনে শরীফ আহমেদ (নৌকা)।ময়মনসিংহ–(০৩)গৌরিপুর আসনে নিলুফার আঞ্জুমান পপি (নৌকা)।
ময়মনসিংহ–(০৪)সদর আসনে মোহিত উর রহমান শান্ত (নৌকা)।ময়মনসিংহ–(০৫) মুক্তাগাছা আসনে কৃষিবিদ নজরুল ইসলাম (ট্রাক)।
ময়মনসিংহ–(০৬) ফুলবাড়ীয়া আসনে
আবদুল মালেক ট্রাক ।ময়মনসিংহ –(০৭) ত্রিশাল আসনে এবিএম আনিসুজ্জামান আনিস (ট্রাক)।
ময়মনসিংহ–(০৮) ঈশ্বরগঞ্জ আসনে মাহমুদ হাসান সুমন (ঈগল)।ময়মনসিংহ–(০৯) নান্দাইল আসনে মেজর জেনারেল(অব)আবদুস ছালাম (নৌকা)।ময়মনসিংহ–(১০) গফরগাও আসনে ফাহমী গোলন্দাজ বাবেল (নৌকা)।ময়মনসিংহ–(১১) ভালুকা আসনে আবদুল ওয়াহেদ (ট্রাক) প্রতীকে বিজয়ী হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন