মাদারীপুরে আওয়ামীলীগের ৩টি আসনে ২টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়।

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনের মধ্যে দুটি আসনে আওয়ামীলীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। রাতে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান জেলা মিডিয়া সেন্টারে বসে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মাদারীপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী নূর-ই আলম চৌধুরী নৌকা প্রতীক, মাদারীপুর-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী শাজাহান খান নৌকা প্রতীক, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্রী প্রার্থী মোসা: তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে জয় লাভ করেছেন।

মাদারীপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী নূর-ই আলম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মোতাহার হোসেন সিদ্দীক পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মো. তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট।

মাদারীপুর-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী শাজাহান খান নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির একে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস এর সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩ হাজার ১৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুমন ১ হাজার ৬৬৩ ভোট পেয়েছেন।
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্রী প্রার্থী মোসা: তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছে ৬১ হাজার ৯৭১ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস পেয়েছে ২৬৩ ভোট, নিতাই চক্রবর্তী ১৯৩ ভোট, তৃনমূল বিএনপির প্রবীণ হালদার ৪৩৪ ভোট, জাতীয় পার্টি মোহাম্মদ আব্দুল খালেক ৫৩৩ ভোট।