আগামীকাল শপথ না নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির
এবারের নির্বাচনের জাতীয় পার্টি (জাপা) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বরং আগামীকাল দলের সঙ্গে বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে।
দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, দলের নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন না। তারা আগামীকাল বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন। একই কথা জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসন থেকে নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানও।
নির্বাচনে জয় পাওয়া জাপার রুহুল আমিন হাওলাদার জানান, আগামীকাল শপথ নেওয়ার বিষয়ে তিনি এখনো দলের উচ্চপর্যায়ের কাছ থেকে কোনো বার্তা পাননি।
এবারের নির্বাচনে দলটির মাত্র ১১ প্রার্থী জয় পেয়েছেন। তারা হলেন দলের চেয়ারম্যান জি এম কাদের (রংপুর-৩), মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্চ-৩), কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২)। তাদের মধ্যে রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান সংসদের সংসদ সদস্য হিসেবে আছেন।
এদিকে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের। তাকে ছাড় দিয়ে এ আসন থেকে নৌকার প্রার্থী সরিয়ে নিলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কাছে হেরে যান শেরিফা কাদের। পরাজয়ের তালিকায় আরও আছেন সৈয়দ আবু হোসেন বাবলা, শামীম হায়দার পাটোয়ারী, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, পনির উদ্দিন আহমেদ, আহসান আদেলুর রহমান, রানা মোহাম্মদ সোহেল, শরিফুল ইসলাম, লিয়াকত হোসেন, নাসরিন জাহান, নুরুল ইসলাম তালুকদার।
দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয়ী হতে পারেননি। অন্যদিকে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহর করে সরে দাড়ান দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এ ছাড়া দলের আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেরে গেছেন।
বর্তমানে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন