কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Kurigram-A.-Lig-News-Pic-1-10-01-2024-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এসময় জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি চাষী এমএ করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন— জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, ফজলে নুর তানু, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৯মাস পাকিস্তানের কারা ভোগের পর জাতির জনক বঙ্গবন্ধুর ৮ই জানুয়ারী মুক্তি পেয়ে ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। বক্তারা বঙ্গবন্ধুর কারা ভোগসহ রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন