যশোরের কেশবপুর পল্লীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/download-2.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের কেশবপুর পল্লীতে মোমেনা বেগম (৩৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১০ জানুয়ারি সন্ধ্যা রাতে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী।
এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা বেগমের মুরগী প্রতিবেশী আব্দুল আলিমের বাড়িতে বুধবার সন্ধ্যায় যায়। বিষয়টি নিয়ে আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন মোমেনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
মোমেনা বেগম প্রতিবাদ করলে আব্দুল আলিম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐ রাতেই থানায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন