যশোরের কেশবপুরে স্বামী বিবেকান্দের ১৬২তম জন্মতিথি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার আয়োজনে এবং বিবেকানন্দ হিউম্যান সেন্টার ও শোভা ফাউন্ডেশন লন্ডন এর সহযোগিতায় স্বামী বিবেকান্দের ১৬২ তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরে শুক্রবার বিকালে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার সভাপতি অচিন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমার জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরের সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাধারণ সম্পাদক কালীপদ পাল।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, রামকৃষ্ণ সেবাশ্রমের পুরোহিত ভাল্যুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, পলাশ সিংহ, প্রভাষক কুন্তল বিশ্বাস সহ রামকৃষ্ণ সেবাশ্রম, বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ ও সারদা সংঘের নেতৃবৃন্দ। এসময় ৬০ জন শীতার্থের মাঝে শীতবস্ত্র (চাঁদার ও জ্যাকেট) বিতরণ করা হয়।