এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

ভারতে বিশ্বকাপ চলাকালেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। এরপর নির্বাচনী ব্যস্ততা শেষে চোখের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ফের সমস্যা হওয়ায় এবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব।

শনিবার (২০ জানুয়ারি) বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পরই অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব। তিনি বলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’

সাকিবের চোখের সমস্যায় এবার সাকিবকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুর। এ কারণে মিস করতে পারেন বিপিএলের ঢাকা পর্বসহ কয়েকটি ম্যাচ। ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা নির্ভর করছে চিকিৎসকের পরামর্শের ওপর।