জালিয়াতি মামলায় ট্রাম্পকে সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা
জালিয়াতির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্য দিয়ে আরেকটি আইনি বিপর্যয়ের মুখে পড়লেন চব্বিশের ভোটে রিপাবলিকান দলের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকা ট্রাম্প। খবর রয়টার্সের।
স্থানীয় সময় (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার এই রায় দেন নিউইয়র্কের একটি আদালত। সেই সাথে নিউইয়র্কে ট্রাম্প ও তার সহযোগীদের ব্যবসাও নিষিদ্ধ করা হয়েছে। তবে, এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী।
রায়ে বলা হয়েছে, ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই অর্থদণ্ড। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে নিজের এবং তার দুই ছেলের নামে থাকা সম্পদের মূল্য অনেকগুণ বেশি দেখিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেন। সম্পদের বাড়তি মূল্য দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ ও বীমা সুবিধা নেয়ার অভিযোগে ২০২২ সালে ট্রাম্প ও তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলা হয়।
রায়ে ট্রাম্পের দুই ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকেও জরিমানা করা হয়েছে। তাদেরকে ৪০ লাখ ডলার করে জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, তাদের কোম্পানির সাবেক সিওও অ্যালান ওয়াইসেলবার্গেরও দিতে হবে ১০ লাখ ডলার জরিমানা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন