অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনে আপেল মাহমুদ প্যানেল জয়ী
বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচনে আপেল মাহমুদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে এবতেদায়ী স্তরে ২নং ব্যালটে শাহাদত হোসেন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ইব্রাহীম হোসেন ১নং ব্যালটে পেয়েছেন ২ ভোট। দাখিল স্তরে ৩নং ব্যালটে খলিলুর রহমান ১১১ ভোট পেয়ে ১ম, আব্দুল হামিদ ১০৩ ভোট পেয়ে দ্বিতীয় ও আক্কাছ আলী ১০০ ভোট পেয়ে ৩য় হয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থীদের মধ্যে ৪নং ব্যালটে মিনারুল ইসলাম ২ ভোট, ৫নং ব্যালটে মাহতাব হোসেন ৪ ভোট, ৬ নং ব্যালটে সালজার রহমান ১ ভোট ও ৭নং ব্যালটে হাসেম উদ্দিন শূন্য ভোট পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার গোলাম মাহবুব মোর্শেদ বলেন, এবতেদায়ী স্তরে ৮৭ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এর মধ্যে ১টি ভোট বাতিল হয়েছে। দাখিল স্তরে ১৯৯ ভোটারদের মধ্যে ১১৮ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
সার্বিক ভাবে ভোট সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গতঃ ৩জন শিক্ষক প্রতিনিধি, একজন মহিলা অভিভাক সদস্য ও একজন মহিলা অভিভাক সদস্য পূর্বেই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছে। নির্বাচিত সকলেই বর্তমান সভাপতি আপেল মাহমুদের প্যানেলের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন