জামালপুুরে পান চাষের উজ্জ্বল সম্ভাবনা
এক সময় জামালপুুরে পান চাষ হতো। কৃষকের বাড়ীর আঙ্গিনা থেকে শুরু করে উচু ফসলি জমিতে পালের বরজ দেখা যেতো। এখন আর পানের বরজ দেখা যায় না। অনেক কৃষক অভিযোগ করে বলেন কৃষি বিভাগের অবহেলার কারনে পান চাষ হারিয়ে যাচ্ছে।
জানা যায় জামালপুর সদর উপজেলাধীন বাশঁচড়া শ্রীপুুর, পলাশ তলা খরখড়িয়া এলাকায় ব্যপক পান হতো। আজ থেকে ৩/৪ বছর আগেও পানের বরজের ছড়াছড়ি ছিলো। সরেজমিনে এ সব এলাকা ঘুরে দেখা ও জানা গেছে বর্তমানে একটিও পানের বরজ নেই। এর কারন সম্পর্কে বাঁশচড়া এলাকার কৃষক হাসেম (৫০) এ প্রতিবেদক কে বলেন, পান চাষ লাভ জনক হলেও খরচ বেশি।
তাছাড়া স্থানীয় কৃষি বিভাগ পান চাষে আগ্রহ ও সহায়তা করেন না। যার জন্যে কৃষকরা পান চাষ করতে চায় না। জেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন পান চাষ জনপ্রিয় করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। আশা করা যায় পান চাষ বৃৃদ্ধি পাবে।
এদিকে মেলান্দহ, মাদারগঞ্জ,্ইসলামপুর , দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় পান চাষের জন্য উপজেলা কৃষি বিভাগ ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, পান চাষের জন্য উচু ফসলি জমি প্রয়োজন। সাধারনত পানি নিস্কাশনের ব্যবস্থা রয়েছে সে সব জমিতে পান চাষ করা সম্ভব্। ইতোমধ্যে কৃষক পর্যায়ে পান চাষের জন্য যে কর্মসূচী নেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হচ্ছে। ব্যাংক পান চাষে স্বল্প সুুদে আর্র্থিক সহায়তা করলে পান চাষ বৃদ্ধি পাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন