হৃদরোগের সেবা নেই জামালপুর জেনারেল হাসপাতালে
বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। জামালপুর জেনারেল হাসপাতালের ব্যাপক উন্নতি হলেও এখন পর্যন্ত হৃদরোগীদের স্বাস্থ্য সেবা দেয়া হয়না। হৃদরোগীদের স্বাস্থ্য সেবা নেয়ার জন্য যেতে হয় ময়মনসিংহ হাসপাতালে।
অনেক রোগী ময়মনসিংহ নেয়ার সময় পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হৃদরোগীদের ব্যবস্থা না থাকায় জনমনে নানা ধরণের প্রশ্ন উঠেছে।
জানাযায়, বিগত বিএনপি সরকারের আমলে জেনারেল হাসপাতালটিতে স্বাস্থ্য সেবা ছিলনা বললেই চলে।
এমন কি ছিলনা কোন বিশেষজ্ঞ ডাক্তার। বর্তমান গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে চিকিৎসা সেবা পাল্টে যেতে থাকে। সরকার মনোযোগ দেয় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে।
সেই লক্ষ্যেই জেনারেল হাসপাতালে প্রায় সব ধরনের রোগীদের চিকিৎসা সেবা দেয়া হলেও এখন পর্যন্ত হৃদরোগীরা সেবা পাচ্ছে না। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার থাকলেও নেই কোন ওয়ার্ড।
ফলে হৃদরোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে হৃদরোগে চিকিৎসা সবচেয়ে ব্যয় বহুল। সাধারণ গরিব মানুষের পক্ষে এ সেবা নেয়া সম্ভব হয় না। জেনারেল হাসপাতালে হৃদরোগ বিভাগ থাকলে সাধারণ মানুষের ব্যপক উপকার হতো। তাই সুশীল সমাজের ব্যক্তিদের সাথে কথা বললে তারা এ প্রতিবেদককে বলেন, জেনারেল হাসপাতালে অতি শীঘ্রই হৃদরোগ বিভাগ চালু করা প্রয়োজন।
এ বিভাগ চালু হলে জেলাবাসীর অনেক উপকার হবে। এ বিষয়ে জামালপুর ৫-আসনের এমপি মো: আবুল কালাম আজাদের হস্তক্ষেপ দেয়া অতি জরুরী বলে সুশীল সমাজের ব্যক্তিরা মনে করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন