আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক বাংলাদেশিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলী নগর মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সুবেল আলী (২৩), সদর উপজেলার চরবাগডাংগা গ্রামের দুরুল হুদার ছেলে জেনারুল ইসলাম (১৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামের হুমায়ুন আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (১৬), নুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৩) ও ইসহাক আলী।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন বলে নিজস্ব গোয়েন্দা মারফত জানা যায়। তাৎক্ষণিক প্রকৃত সত্যতা নিশ্চিত করে বিএসএফের সঙ্গে সমন্বয় করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের ফেরত আনা হয়।

পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয় বলে জানান বিজিবির ওই কর্মকর্তা ।