আমাদের ক্ষতি হলে সৌদি আরবেরও ক্ষতি হবে: কাতারের অর্থমন্ত্রী
আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং অর্থনৈতিক বয়কট প্রসঙ্গে কাতারের অর্থমন্ত্রী আল শরিফ আল ইমাদি বলেছেন, তার দেশ এই অবস্থাতেও টিকে থাকতে পারবে। আর তাদের ক্ষতি হলে অন্য আরব দেশগুলোও একই ধরনের ক্ষতির মুখে পড়বে। সোমবার সিএনবিসি টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যেসব দেশ অবরোধ আরোপ করেছে, তারা মনে করছে কেবল কাতারই এতে ক্ষতিগ্রস্ত হবে। সেটা নয়। কাতার যদি এক ডলারের ক্ষতির মুখে পড়ে, তবে তারাও এক ডলারের ক্ষতির মুখে পড়বে।
‘সন্ত্রাসে’ মদত দেয়ার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর এক সপ্তাহ আগে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে।
এর ফলে কাতার বেশ সমস্যায় পড়েছে। তাদের নিত্যপণ্যে সঙ্কট সৃষ্টি হয়েছে।
ইমাদ বলেন, জ্বালানি খাত এবঙ বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ হিসেবে তাদের অর্থনীতি স্বাভাবিকভাবেই চলছে। খাদ্য এবং অন্যান্য পণ্যের সরবরাহে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।
তিনি বলেন, কাতার তুরস্ক এবং ইউরোপ থেকে পণ্য আমদানি করতে পারে। এটাকে সুযোগ হিসেবে নিয়ে তাদের অর্থনীতিকে আরো বৈচিত্র্যপূর্ণ করতে পারে।-আল জাজিরা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন