আমার মতো বাজে আচরণ কেউ পায়নি : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতিহাসে তার মতো কোনো প্রেসিডেন্ট এতোটা বাজে কিংবা অন্যায্য বিচারের মুখোমুখি হয়নি।
কানেক্টিকাটে কোস্ট গার্ড অ্যাকাডেমির ক্যাডেটদের পাস আউট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘বিশেষ করে গণমাধ্যম সর্বশেষ আমার সঙ্গে কী ধরণের আচরণ করেছে তার দিকে দেখুন। আমি সুনিশ্চিতভাবেই বলছি, ইতিহাসে কোনো প্রেসিডেন্টের সঙ্গে এমন বাজে বা অন্যায্য আচরণ করা হয়নি। আপনাকে অবনমনের সুযোগ আপনি তাদেরকে দিতে পারেন না।’
এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর চলতি সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক সংবাদ প্রকাশ হতে শুরু করে। প্রথমে খবর বের হয়, রাশিয়ার সঙ্গে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের গোপন যোগসাজশের বিষয়ে তদন্ত বন্ধ করতে জেমস কোমিকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প । হোয়াইট হাউজের ওভাল অফিসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত অত্যন্ত গোপন তথ্য প্রকাশ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন