আশাশুনি থানায় অভিযোগ দিতে এসে পেলেন খাদ্য সহায়তা
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এমনই একটি মহতি কাজ করে আবারও সকলের প্রসংশিত হয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির।
সোমবার সকালে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিতে আসেন সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মৃত সুপদ সরকারের ছেলে দিপংকর সরকার ও স্ত্রী ময়না রানী সরকার। অফিসার ইনচার্জ তার বিষয়ে খ্ঁোজ খবর নিয়ে জানতে পারেন, তারা খুবই গরীব ও অসহায়। অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির অভিযোগকারীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় থানা পুলিশের অফিসারবৃন্দ ও আশাশুনি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন