৫২ দিন পর প্রতাপনগর হরিষখালী ভাঙ্গন রোধে ক্লোজারে চাপান সম্পন্ন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে হরিষখালী ভেড়ী বাঁধ ভাঙ্গন রোধে ক্লোজারে চাপান দেওয়া হয়েছে। ৫২ দিন ক্লোজারে চাপান কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা ও ঠিকাদার সোহাগ হোসেনের উপস্থিতে সোমবার (১৩ জুলাই) হরিষখালী ক্লোজারে চাপান সম্পন্ন করা হয়। ২২ মে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে হরিষখালী ভেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। সেই থেকে এলাকাবাসী নদীর পানিতে প্লাবিত হয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন এর নেতৃত্বে এলাকা শত শত মানুষ শ্রম দিয়ে বাঁধ রক্ষার কাজ করে আসছেন। অনেক পরিকল্পনা, ত্যাগ ও শ্রমের বিনিময়ে অবশেষে মহান আল্লাহর রহমতে ক্লোজার আটকানো সম্ভব হয়েছে। বাঁধটিকে টেকসই করতে সরকারি উদ্যোগে পরিকল্পিত ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানসহ সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের এগিয়ে আসতে আহবান জানিয়েছেন।