আশুলিয়ায় ঝুটের গুদাম ঘরে আগুন
নিজস্ব প্রতি্বেদক (সাভার) : সাভারের আশুলিয়ায় ঝুটের গুদাম ঘরে আগুন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সোয়া ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে গেছে ২টি গুদাম ঘরসহ এর ভিতরে থাকা প্রায় ৬০ লাখ টাকার টুকরো কাপড়। মালিকপক্ষের দাবী গুদাম ঘরসহ সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় আশুলিয়ার সরকার মার্কেট এলাকার আকতার হোসেনের ঝুট গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা সাইফুল ইসলামের গুদাম ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জেষ্ঠ এই কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপর তারা দ্রুত ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করলেও বাইপাইল এলাকায় তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌছতে তাদের বিলম্ব হয়। পরে ৯ টায় ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দুই গুদাম ঘরসহ এর ভিতরে থাকা সমস্ত টুকরো কাপড় পুড়ে ছাঁই হয়ে যায়।
সট- আব্দুল হামিদ, সিনিয়র স্টেশন অফিসার, ডিইপিজেড ফায়ার সার্ভিস।
গুদাম ঘরের মালিক আকতার হোসেন জানান, গুদাম ঘর দুইটিতে মূল্যবান ব্লেজারের টুকরো ছিলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। গুদাম ঘর পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।
আগুনের সূত্রপাতের ব্যাপারে তিনি জানান, গুদাম ঘরের সব গুলো কক্ষ তালাবদ্ধ থাকলেও একটি কক্ষ ফাঁকা থাকার সুযোগে মাদকসেবীরা মাদক সেবনকালে গুদাম ঘরে আগুন লেগে থাকতে পারে বলে জানান তিনি। তবে তাদের নাম পরিচয় জানাতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন