‘আসুক না যত বাঁধা’ গান নিয়ে মুজাহিদ বুলবুল এর ক্ষোভ
‘আসুক না যত বাঁধা যত ঝড় সাইক্লোন
রাসূলের পথে মোরা চলবই
এ জীবন বাজি রেখে দ্বীনের নিশান মোরা
বাংলার আকাশে ওড়াবই’
ব্যাপকভাবে জনপ্রিয় এই গান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গানটির গীতিকার, সুরকার ও শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করে বলেন, তাঁর এই গানটি অনেকেই অনেক ভাবে গেয়ে, ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়েছেন কিন্তু গীতিকার সুরকারের নাম উল্লেখ করার প্রয়োজনবোধ করেননি। অনেকে গানটিকে নিজের নামে চালিয়ে দিয়েছেন। কেউ কেউ গানের সাথে নিজেদের পছন্দ মত শব্দ জুড়ে দেয়ার মত মারাত্মক অন্যায় কাজ করেছেন বলেও অভিযোগ করেন মুজাহিদ বুলবুল।
বুলবুল সকল গীতিকার, সুরকার ও শিল্পীকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের প্রতিবাদ জানানোর আহবান জানিয়ে বলেন, সবাই মিলে এসবের প্রতিবাদ না করলে সাধারণ শ্রোতা বারবার বিভ্রান্ত হবেন। তিনি বলেন, আজ হয়ত আমার গান নিয়ে এমনটি করা হচ্ছে, কাল আরেকজনের গান নিয়েও যে এমনটি হবে না তার নিশ্চয়তা নেই।
তিনি এ ধরনের হীনতাপূর্ণ কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন