ইবি আইটি সোসাইটির নবীন বরণ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের কেন্দ্রীয় ল্যাবে এটি অনুষ্ঠিত হয়। এসময় ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রায় ১০০ জন নবীন সদস্য উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে আইটি সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও আইটি সোসাইটির উপদেষ্টা ড. মামুনুর রহমান। আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদ মাকসুদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্লানিং ডিরেক্টর নওয়াব আলী খান। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মৃত্তিকা খানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সঞ্চালনায় ছিলেন রাফসান আরা ঝুমা ও সোহানুর রহমান সোহান।
আইটি সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড.সাইদ মাকসুদুর রহমান বলেন, ‘বর্তমান যুগ আইটির যুগ। বর্তমানে নবীন শিক্ষার্থীরা একটা ফিল্ড পেয়েছো যা অতীতে ছিল না। বর্তমান সমাজ ব্যবস্থায় টিকে থাকার জন্য আমাদের আইটি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাই নবীন সদস্যদের কে আইটির সকল উপাদান সম্পর্কে জানতে হবে। স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আইটির জ্ঞান অনেক মূল্যবান। তাই আমি নবীন সদস্যদের উদ্দেশ্য বলব নিজেকে সমৃদ্ধ কর আর এজন্য আইটির জ্ঞান প্রয়োজন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন