গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২২ মার্চ) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ইসলামিক ফাউন্ডেশন অফিস চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা: আব্দুর রউফ তালুকদার।

পরে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিরাজুল ইসলামের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, মাওলানা গোলাম মোর্শেদ, মো: কামরুজ্জামান, মাওলানা মো: রুহুল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।