ইবি রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/AndroVid_1412-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্মানিত আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান। পরীক্ষা পর্যবেক্ষণ করেন সংগঠনটির ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ সহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান বলেন, স্কাউট আন্দোলনে যুক্ত হবার প্রাথমিক বাছাই আজ সম্পন্ন হলো৷ আমি আশাবাদী শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন