ইবিতে রোভার স্কাউটে ভর্তি চলছে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপে সহচর পর্যায়ে ভর্তি চলছে। এতে স্নাতক অধ্যয়নরত ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ভর্তি ফরম বিতরণ ও জমা দেওয়া যাবে আগামী ৩১ মে, ২০২২ পর্যন্ত। ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় টিএসসিসির নিচতলায় অবস্থিত রোভার স্কাউট অফিস থেকে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
রোভারিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে উঠে। ১৯০৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন। ধীরে ধীরে স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ইবিতে ১৯৯৫ সাল থেকে রোভারিং কার্যক্রম শুরু হয়। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান, পথশিশুদের অক্ষরজ্ঞান প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচীতে শৃঙ্খলা রক্ষায় সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন