এই যুবককে পেতে প্রতিযোগিতায় নেমেছে ফেসবুক-গুগল
মাত্র ২১ বছর বয়সের এই যুবককে পেতে প্রতিযোগিতায় নেমেছে ফেসবুক-গুগল। বিশ্বের প্রথম সারির সংস্থা ফেসবুকের চাকরি ছেড়ে অন্য এক নামজাদা সংস্থা গুগলের হাত ধরতে চলছেন মাইকেল সেম্যান। মাত্র ১৩ বছর বয়সে মোবাইল অ্যাপ তৈরি করেছিলেন তিনি। ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও রয়েছে তাঁর। এর পরেই তিনি নজরে পড়ে যান ফেসবুকের।
১৭ বছর বয়সে ফেসবুকে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন মাইকেল। এক বছরের ইন্টার্নশিপের পর স্থায়ী ইঞ্জিনিয়র হিসাবে কাজে যোগ দেন। তিন বছরের চাকরির পর এখন সেই ফেসবুককেই বিদায় জানাতে চলেছেন মাইকেল। এ দিকে প্রতিভাবান মাইকেলকে ছাড়তে নারাজ ফেসবুকও। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন ভয়েস-বেসড সার্ভিস— ‘অ্যাসিস্ট্যান্ট’-এ যোগ দেবেন মাইকেল। মাইকেল চাকরিতে যোগ দিলে তিনিই হবেন সংস্থার ইতিহাসের কনিষ্ঠতম প্রডাক্ট ম্যানেজার। এই মুহূর্তে ‘অ্যাসিস্ট্যান্ট’-এর জন্য প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে গুগল-এ। মনে করা হচ্ছে, এই মুহূর্তে অ্যামাজন অ্যালেক্সা ও অ্যাপেল সিরির অন্যতম প্রতিপক্ষ এই ‘অ্যাসিস্ট্যান্ট’।
এর আগে ফেসবুকেও প্রডাক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন মাইকেল। তাঁর কাজ ছিল মূলত তরুণ প্রজন্মেরৈৌ ফোন এবং ফেসবুক ব্যবহারের ট্রেন্ডের উপর নজর রাখা। সেই সময় ফেসবুকেরও কনিষ্ঠতম সদস্য ছিলেন তিনি। ইন্টার্নশিপের পর মার্ক জুকেরবার্গ নিজে দেখা করেছিলেন মাইকেলের সঙ্গে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন