এপ্রিলে ঢাকায় বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট

বছরের শুরুতেই সুখবর দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। আগামী এপ্রিলে তিনি আয়োজন করতে চান নারীদের নিয়ে একটি টুর্নামেন্ট। নাম বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট। টুর্নামেন্টটি হবে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে।

বছরের শুরুর দিন এই ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। বুধবার ফেডারেশন ভবনে ছয় জাতির এই টুর্নামেন্টের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘ঢাকায় অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টে খেলবে ছয়টি দল এবং দলগুলোর মান হবে খুব ভালো।’

এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সাথে বাফুফে যোগাযোগ শুরু করে দিয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন। বাফুফে চায় টুর্নামেন্টে এমন দেশ অংশগ্রহণ করুক, যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের।

এদিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সালাউদ্দিন আরো জানিয়েছেন অক্টোবরেই বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপের আসর, ‘বিদায়ী বছরটা ভালোই ছিল আমাদের। নতুন বছরটিতে তেমনই ভালোভাবে কাটাতে চাই। অক্টোবরে নির্ধারিত বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে। পাশাপাশি আমরা ফিফা উইন্ডোগুলো আমরা কাজে লাগিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবো।’

ঘরোয়া লিগগুলো নিয়েই আশার কথা শোনালেন বাফুফে সভাপতি। জানালেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হচ্ছে দেশের পেশাদার লিগ। এরপরই দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, তৃতীয় বিভাগ লিগ হবে।

২০১৯ সালের ফুটবল সূচি—

জাতীয় বয়সভিত্তিক ও সিনিয়র দল :

টুর্নামেন্ট/ম্যাচ তারিখ
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১৮-২৬ মার্চ, ৩-১১ জুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব বাহরাইনে ১৮-২৬ মার্চ
সাফ অনূর্ধ্ব-১৫ আগস্ট
এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই ১৪-২২ সেপ্টেম্বর
সাফ অনূর্ধ্ব-১৮ সেপ্টেম্বর
এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ১-৬ অক্টোবর

ঘরোয়া ফুটবল :

টুর্নামেন্ট তারিখ
প্রিমিয়ার লিগের প্রথম পর্ব ১৮ জানুয়ারি-৩০ এপ্রিল
চ্যাম্পিয়নশিপ লিগ ৪ ফেব্রুয়ারি-১৭ এপ্রিল
পাইওনিয়ার লিগ মার্চ-এপ্রিল
দ্বিতীয় বিভাগ জানুয়ারি থেকে মার্চ
প্রথম বিভাগ এপ্রিল থেকে জুন
তৃতীয় বিভাগ জুলাই থেকে সেপ্টেম্বর
প্রিমিয়ারের অনূর্ধ্ব-১৮ লিগ ১০ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর

নারী ফুটবল

টুর্নামেন্ট তারিখ
নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ ১২-২২ মার্চ 
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ (মিয়ানমার)
১-১৯ এপ্রিল  বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ (বাংলাদেশ)
সাফ অনূর্ধ্ব-১৫ আগস্ট
জেএফএ অনূর্ধ্ব-১৮ ঘরোয়া ফুটবল ৯ জুলাই থেকে ৫ আগস্ট