শূন্য ডিগ্রি তামপাত্রায় ৩০ ঘণ্টা, ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার

রাশিয়ার শহর ম্যাগনিয়েটগরসে একটি ধসেপড়া অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের ভেতর থেকে ১১ মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির চেতনা থাকলেও তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুষারে তার শরীরের বিভিন্ন অঙ্গে জখম হয়েছে। মাথায় আঘাত লেগেছে ও পায়ের হাড় ভেঙে গেছে।

ইভান নামের শিশুটিকে চিকিৎসার জন্য মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে। সন্দেহজনক গ্যাস বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হলেও ভাগ্যক্রমে শিশুটির মা বেঁচে গেছেন।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিখোঁজ রয়েছেন। শূন্য সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাপার্টমেন্ট ধ্বংসস্তূপের মধ্যে ৩০ ঘণ্টা অবস্থান করার পর শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে ম্যাগনিয়েটগরসে গ্যাসচালিত মিনিবাস বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। গাড়ির জ্বালানি সিস্টেম বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছিল।

কম্বল মোড়ানো অব্স্থায় শিশুটিকে তার খাটের ওপরই পাওয়া গিয়েছিল। তখন দিনের তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস।

উদ্ধারকারীদের একজন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সেখানে প্রচণ্ড নীরবতা ছিল। কাজেই আমরা কোনো আওয়াজ আসার অপেক্ষায় ছিলাম। তখন আমাদের একজন উদ্ধারকারী একটি শিশুর কান্না শুনতে পান।