এফডিসিতে খালেদা জিয়া, অসচ্ছলদের দিলেন খাদ্য সহায়তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এফডিসিতে গিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এফডিসির গেটে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, তেল প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করেন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রয়াত জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া অসহায় চলচ্চিত্র শিল্পী-সংশ্লিষ্টদের মধ্যে এসব খাদ্য উপকরণ বিতরণ করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন গীতিকার মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন