এবার লাঙল হাতে জমি চাষে এমপি জগলুল
নদীভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণে অংশগ্রহণ, মাটি কাটার বিরতিতে শ্রমিকদের সঙ্গে বসে পান্তা ভাত খাওয়া, রমজানে বাজার খরচ করে অসহায় মানুষের বাড়িতে যাওয়া, ভিক্ষুকের বাড়িতে ইফতার করাসহ বেশ কিছু কাজ করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এম জগলুল হায়দার আবারও আলোচনায় এসেছেন। এবার কৃষকদের উৎসাহিত করতে নিজে লাঙলের মুঠি হাতে জমি চাষে অংশ নিলেন এই সংসদ সদস্য।
মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর সদরের হায়বাদপুর অভিমুখে রাস্তার পাশে আধুনিক বীজক্ষেত্র তৈরির প্রদর্শনী ক্ষেতের উদ্বোধনের সময় তিনি লাঙল দিয়ে জমি চাষ করেন।
কৃষকদের উৎসাহ দিতে লুঙ্গি পড়ে খালি পায়ে কোমরে গামছা বেঁধে মাথায় টোপর নিজে জমিতে নেমে পড়েন এমপি জগলুল। বেশ কয়েকবার প্রদক্ষিণ করার পর তিনি জমি থেকে চলে আসেন।
সাংসদের এমন কর্মকাণ্ড দেখে সেখানে উপস্থিত অনেকে আশ্চর্য হন। তারা এমপির এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এবং সাংসদের এমন কাজে কৃষকরা উৎসাহিত হবেন বলে উপস্থিত লোকজন মনে করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন