ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের মামলা
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সিএনএন র এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ২৭ ডিসেম্বর মার্কিন আদালতে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক টাইমস।
মামলার অভিযোগে বলা হয়, ওপেনএআই ও মাইক্রোসফট অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে লেখকদের কাজ ও কপিরাইটযুক্ত উপাদান ‘চুরি করে’ জিপিটি মডেলকে প্রশিক্ষণ দিয়েছে। ওপেনএআইয়ের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি’র প্রশিক্ষণ দিতে গিয়ে কপিরাইট লঙ্ঘন করেছে কোম্পানিগুলো।
মামলায় আরও উল্লেখ করা হয়, ওপেনএআইয়ের এআই মডেল প্রশিক্ষণ ও বিকাশের সঙ্গে মাইক্রোসফট ‘ঘনিষ্ঠভাবে জড়িত’। তাই কপিরাইট লঙ্ঘনে তারাও সমানভাবে দায়ী।
আদালতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি কোম্পানিগুলো যেন আর কপিরাইট লঙ্ঘন না করে, মামলায় সে আদেশ জারি করার আহ্বান জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন