করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাড়িয়েছে সিঙ্গাপুর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/85258.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারতে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমিতের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। আর সেই চাহিদাকে সামাল দিতে চেষ্টার ত্রুটি নেই ভারত সরকারের। এবার আকাশপথে সিঙ্গাপুর থেকে এল ৪টি ক্রাইয়োজেনিক অক্সিজেন কন্টেনার।
সিঙ্গাপুর থেকে কন্টেনারগুলি এয়ারলিফ্ট করেছে ভারতীয় বিমান বাহিনীর C-17 বিমান। বিকেল ৪টে বেজে ৩০ মিনিটে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারবেসে কন্টেনারগুলি অবতরণ করে সেটি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের একাধিক এলাকায় দেখা গিয়েছে অক্সিজেনের সঙ্কট। তার জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শুক্রবার থেকে ফাঁকা অক্সিজেন ট্যাঙ্কার ও কন্টেনারে অক্সিজেন ভরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী। এর পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধও পাঠানো হচ্ছে আকাশপথে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন