কলম্বো স্টারস ক্যান্ডি ফ্যালকনসকে ৬ উইকেটে হারিয়ে এলপিএলের ফাইনালে উঠেছে
কলম্বো স্টারস বৃহস্পতিবার কোয়ালিফায়ার ২-এ ক্যান্ডি ফ্যালকন্সের বিরুদ্ধে ৬ উইকেটের রোমাঞ্চকর জয়ের সাথে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২২-এর ফাইনালে পৌঁছেছে। ১৮.৫ ওভারে স্টাররা লক্ষ্য তাড়া করার আগে ফ্যালকন্স ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান করে।
দ্বিতীয় ব্যাট করা স্টাররা জোরালোভাবে তাড়া শুরু করতে পারেনি। তারা মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় কারণ নিশান মাদুশকা (১১) পাথুম নিসাঙ্কার হাতে ধরা পড়েন আগে দিনেশ চান্দিমাল চরিথ আসালাঙ্কার সাথে ৯০ রানের বড় জুটি গড়েন। চান্দিমাল ৩৩ বলে ৩৮ রান করেন, আর আসালঙ্কা ৪০ বলে ৬৪ রান করেন। ক্যান্ডি ফ্যালকন্স চান্দিমাল এবং আসালঙ্কার উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল, তবে রবি বোপারা (২৯ অপরাজিত) তার মনে অন্য ধারণা ছিল। তিনি দুর্দান্ত স্ট্রোক খেলেন এবং স্টারদের টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (২১ অপরাজিত) সাথে ৪৫ রানের একটি ভাল জুটি গড়েন।
কামিন্ডু মেন্ডিস দুটি এবং ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে কার্লোস ব্র্যাথওয়েট একটি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ক্যান্ডি ফ্যালকনসও ভালো শুরু করতে ব্যর্থ হয় কারণ তারা মাত্র চার রানে দুই উইকেট হারায়। কামিন্দু মেন্ডিস ২৯ বলে ২৩ রান করে উইকেটের প্রবাহ থামিয়ে দেন। অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা ৩৪ বলে অপরাজিত ৭৭ রান করে চতুর্থ উইকেটে আশেন বান্দারা (৪০) এর সাথে ৯২ রানের জুটি গড়েন। হাসরাঙ্গা আটটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা মেরেছেন, আর বান্দারা দুটি বাউন্ডারি মেরেছেন। কার্লোস ব্র্যাথওয়েটও অপরাজিত ১৫ রান করে ফ্যালকন্সকে বড় সংগ্রহে নিয়ে যান।
কলম্বো স্টারসের হয়ে কাসুন রাজিথা চারটি এবং ডমিনিক ড্রেকস ও মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ: কাসুন রাজিথা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন