দেশের সর্বনিম্ম তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে

দিনের শুরু থেকে নওগাঁর বদলগাছীতে ঘন কুয়াশায় ঢেকে আছে। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বদলগাছী আবহাওয়া অধিদপ্তর।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিকে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ উপজেলায়।

এই মৃদু শৈত্যপ্রবাহ আরও বেশ কিছু দিন থাকতে পারে বলে জানান তিনি। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

এদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি।

আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।